sliderস্থানীয়

শহীদ শেখ কামাল এর প্রতিকৃতিতে রংপুর সিটি কর্পোরেশনের শ্রদ্ধা নিবেদন

রংপুর ব্যুরোঃ জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ক্রীড়া ও সংস্কৃতি সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে মুক্ত মঞ্চে শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রংপুর সিটি কর্পোরেশন।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, সচিব মোছাঃ উম্মে ফাতেমা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহামুদ হাসান মৃধা, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাঈম উল হক, প্রধান হিসেব রক্ষক কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, স্বাস্থ্য বিভাগের প্রধান আব্দুল কাইয়ুমসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Related Articles

Back to top button