sliderস্থানীয়

রাজেন্দ্র কলেজে মহান বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণী

বিধান মন্ডল, ফরিদপুর প্রতিনিধি: দক্ষিণবঙ্গের অন্যতম বিদ্যাপিট ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সমাজকর্ম বিভাগের আয়োজন মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় সরকারি রাজেন্দ্র কলেজে সমাজকর্ম বিভাগের হল রুমে পুরস্কার বিতরণ হয়। কলেজের সমাজকর্ম বিভাগীয় প্রধান এবিএম সাইফুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিভাগের সহযোগী অধ্যাপক তপন কুমার কুন্ডু, সহযোগী অধ্যাপক শুভদ্বীপ বিশ্বাস ও কাজী সায়লা ইয়াসমিন, প্রভাষক সেলিম রেজা সহ শিক্ষার্থীবৃন্দ। এসময়ে কলেজের সমাজকর্ম বিভাগীয় প্রধান এবিএম সাইফুর বলেন, যারা নিয়মিত ক্লাসে উপস্থিত ছিল, এছাড়া যারা ভালো রেজাল্ট করেছে, তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। বিভাগে প্রথমবারের মতো অন্তকক্ষ ক্রীড়া চালু করা হলো।

Related Articles

Leave a Reply

Back to top button