sliderশিক্ষাশিরোনাম

যুবসমাজকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান উপদেষ্টা আসিফের

পতাকা ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেনীসহ ১২টি জেলায় আকস্মিক বন্যায় বাংলাদেশের সংগ্রামী যুবসমাজ ও যুব সংগঠনগুলোকে সেবার ব্রত নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। যে কোনো সংকট ও দুর্যোগে যুবসমাজ সেবার ব্রত নিয়ে ও সম্মিলিত অংশগ্রহণে কাজ করলে দুর্যোগ প্রতিরোধ করা যাবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তর থেকে এক বার্তায় তিনি আহ্বান জানিয়েছেন। যুব উন্নয়ন অধিদপ্তরে নিবন্ধিত সকল যুব সংগঠনের সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ফেনীসহ ১২টি জেলায় আকস্মিক বন্যায় আপনারা বন্যার্ত মানুষের সেবায় সর্বাত্মকভাবে অংশগ্রহণ করুন।
তিনি বলেন, যে কোনো সংকট ও দুর্যোগে বাংলাদেশের সংগ্রামী যুবসমাজ সেবার ব্রত নিয়ে কাজ করতে পারে। এবারের বন্যায় সবার সম্মিলিত অংশগ্রহণে দুর্যোগ প্রতিরোধে আমরা জয়ী হবো আশা করি।

Related Articles

Leave a Reply

Back to top button