sliderস্থানীয়

যশোরে আন্তঃজেলা ইজিবাইক চোরচক্রের ৪ সদস্যকে গ্রেফতার

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টীম বিশেষ অভিযান পরিচালনা করে ৬টি চোরাই ইজিবাইক, ২টা পুরাতন বাইসাইকেল, ও ১টা মোবাইলসহ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিরা যশোর সদর উপজেলার পুলেরহাটের ইসমাইলের ছেলে ইব্রাহিম ওরফে রৌদ্র (২২), চাঁচড়া রায়পাড়ার আজিজুল হাওলাদারের ছেলে আলামিন (২৪), রেলস্টেশনের ফারুক হোসেনের ছেলে বিদ্যুৎ হোসেন (৩০) ও পুলেরহাট তপস্বীডাঙ্গা গ্রামের মৃতআবুল কাশেমের ছেলে শহিদুল ইসলাম বাবু (৪২) ।

যশোর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রূপন কুমার সরকার প্রেস ব্রিফিং -এ বলেন, যশোরে ইজিবাইক চুরির সংখ্যা বেড়ে যাওয়ায় চোর চক্রকে ধরার জন্য গতকাল শনিবার (১৪ অক্টোবর) রাতভোর এসআই সাদ্দাম হোসেন এর নেতৃত্বে একদল ফোর্স কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৪ সদস্যকে চোরাই ইজিবাইক, বাইসাইকেলসহ গ্রেফতার করা হয়।

এ সংক্রান্ত বিষয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button