
বাংলাদেশের তারকা বাটসম্যান মুশফিকুর রহিমের ব্যাট নিলামে ১৭ লাখ টাকায় কিনে নিয়েছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি। মুশফিকের ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে ২০ হাজার ডলারে কিনেছেন সাবেক এ পাকিস্তানি অলরাউন্ডারের সংগঠন শহীদ আফ্রিদি ফাউন্ডেশন।
বাংলাদেশি মুদ্রায় ১৭ লাখ টাকায় এ ফাউন্ডেশন মুশফিকের ব্যাটটি কিনে নেয়।
২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে এই ব্যাট দিয়ে ২০০ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক, টেস্ট ক্রিকেটে যা ছিল বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরি। করোনাভাইরাস দুর্গতদের সহায়তায় নিজের প্রিয় সেই ব্যাট নিলামে তোলেন তিনি। অনলাইন নিলাম শেষ হয় বৃহস্পতিবার। শুক্রবার রাতে ফেইসবুকে মুশফিক জানান বিজয়ীর নাম।