
গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলায় বাঙালি জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার ৫ আগস্ট উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে মান্দা উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আবু বক্কর সিদ্দিক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, এ সময় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমানসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।