slider

মানিকগঞ্জে সামাজিক নেতৃত্বের সাথে বহুত্ববাদী সমাজ বিষয়ক কর্মশালা

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ : “সকলের প্রতি শ্রদ্ধাশীল থাকি” আজ মানিকগঞ্জে শহরস্থ স্যাক কার্যালয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক এর আয়োজনে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে বৈচিত্র্য আন্তঃনির্ভরতা ও বহুত্ববাদী সমাজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় লক্ষ ও উদ্দেশ্য নিয়ে ধারণা পাঠ করেন বারসিক কর্মকর্তা রাশেদা আক্তার। সহায়কের ভূমিকা পালন করেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়।
সামাজিক নেতৃত্বের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণমূলক আলোচনায় অংশগ্রহণ করেন জেলা নদী ও প্রাণ প্রকৃতি সুরক্ষা কমিটির সভাপতি এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, অধ্যাপক মনোয়ার হোসেন পাসার নির্বাহী পরিচালক ফরিদ খান, এসেডের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম, প্রগতি লেখক সংঘের জেলা সাংগঠনিক সম্পাদক ডা.ভজন কৃষ্ণ বনিক, উন্নয়নকর্মী অপর্ণা রায়,কবি আনিসুর রহমান আলীনুর, সাংবাদিক আব্দুল মোমিন, এ্যাডভোকেট মাহবুবুল আলম রাসেল,দিশারি সভাপতি হাসান সিকদার, শহীদ রফিক সামাজিক কল্যান পরিষদের সভাপতি নেহায়েত হাসান সবুজ, সমাজকর্মী ইকবাল খান, যুবনেত্রী বৃষ্টি চক্রবর্তী,উন্নয়নকর্মী নজরুল ইসলাম,ঋতু রবি দাস প্রমুখ।
কর্মশালা শেষে নেতৃবৃন্দের সকলেই চায়না দুয়ারী বন্ধ, প্রাণ প্রকৃতি সুরক্ষায় তালবীজ ও পরিবেশবান্ধব বৃক্ষ রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button