sliderস্থানীয়

মানিকগঞ্জে দুর্যোগ দিবসে যুবদের জলবায়ু সমাচারে ন্যায্যতার দাবি

মো. নজরুল ইসলাম,মানিকগঞ্জ : “অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বিকেলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বারসিক ও ইঁরষফ অ ইবধঁঃরভঁষ ঝড়পরবঃু এর যৌথ উদ্যোগে ঘিওর সিংজুরী কালিগঙ্গা নদীর তীরে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর প্রতি দুর্যোগ সংকটে ক্ষতিপুরনসহ জলবায়ু সমাচার কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জলবায়ু সমাচারে সংগঠনের সভাপতি মাহবুব আলমের সভাপতিত্তে¡ ও বারসিক কর্মকর্তা সুবির সরকারের সঞ্চালনায় কর্মসূচির ধারনা পাঠ করেন বারসিক কর্মকর্তা সামায়েল হাসদা। এ সময় সিংজুরী কালিগঙ্গা নদী পাড়ের যুবরা জলবায়ু পরিবর্তনের দাীয় দেশগুলোর প্রতি বিভিন্ন ধরনের দাবিনামা ফেস্টুন নিয়ে জলবায়ু সমাচারে স্বতফুর্তভাবে অংশগ্রহণ করেন। সংক্ষিপ্ত সমাচারে আরো কথা বলেন সেচ্চাসেবী যুবক মাহবুব আলম, ইমন কবির, রুমান, রুবেল, জাহিদ মিয়া, শাহিনুর ইসলাম প্রমূখ।
যুবরা বলেন আমরা জলবায়ু পরিবর্তনজনিক দুর্যোগে নানাভাবে আক্রান্ত,আমরা মনুষ্য সৃষ্ট দুর্যোগ দেখতে চাই না। ধনীদেশের প্রতি কার্বন নি:সরণ হ্রাসের দাবিসহ ক্ষতিপুরণের জোর দাবি জানাই এবং জলবায়ু সুবিচার চাই।

Related Articles

Leave a Reply

Back to top button