sliderস্থানীয়

মানিকগঞ্জে তথ্য অধিকার আইন জনঅবহিতকরন সভা অনুষ্ঠিত

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ: “তথ্যই শক্তি, জ্ঞানই আলো” আজ মানিকগঞ্জে তথ্য কমিশন বাংলাদেশ ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুপুর থেকে সন্ধা পর্যন্ত তথ্য অধিকার আইন- ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ডক্টর আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য কমিশনার শহিদুল ইসলাম ঝিনুক, পুলিশ সুপার গোলাম আজাদ খান, মানিকগঞ্জের মেয়র মো. রমজান আলী।

বক্তারা বলেন বাংলাদেশের সংবিধানে মৌলিক মানবাধিকারের আলোকে সকল নাগরিক সমানভাবে সকল তথ্য পাওয়া অধিকার রাখে। তবে বিশেষ ক্ষেত্রে কিছু গোপনীয় তথ্য না প্রকাশের বিধান রয়েছে। গুজব ও ভুল তথ্য দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত করা যাবে না। নাগরিকদের সচেতনতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি সকলের দায়িত্ব পালন করতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button