sliderস্থানীয়

মানিকগঞ্জে কৃষিজমি সুরক্ষায় কর্মশালা

আব্দুর রাজ্জাক,ঘিওর, মানিকগঞ্জ : “কৃষি জমি রক্ষা করি, খাদ্যে সার্বভৌমত্বের সংগ্রাম জোরদার করি” এ
শ্লোগান নিয়ে মানিকগঞ্জে কৃষি জমি সংকট, কারণ ও সমাধানের পথ বিষয়ক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে মানিকগঞ্জের বেউথা রোডের আরব ভবনের হলরুমে বেসরকারি সংস্থা বারসিক আয়োজিত নাগরিক মঞ্চের ব্যানারে দিনব্যাপি
এ কর্মশালায় বিভিন্ন শ্রেনী পেশার শতাধিক লোক অংশ নেন।

কর্মশালা শেষে মানিকগঞ্জ কৃষি জমি সুরক্ষা কমিটি নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ করে। সংগঠনটি কৃষি ও পরিবেশ নিয়ে কাজ করবেন বলে কর্মশালায় বক্তারা জানিয়েছেন।

নাগরিক মঞ্চের সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষের সভাপতিত্বে উন্নয়ন কর্মী মো. নজরুল ইসলামের পরিচালনায় কৃষি জমি সুরক্ষায় বেশ কিছু সুপারিশ উপস্থাপন করেন- বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কৃষক জোটের সভাপতি শামসুল আলম,খান বাহাদুর কলেজের অধ্যক্ষ মীর মাকসুদুল আলম, অধ্যাপক আনিসুর রহমান,শ্যামল নিসর্গ সভাপতি মাহবুব সিদ্দিকী, কৃষি উন্নয়ন কমিটির সভাপতি করম আলী মাষ্টার, আলোকিত মানিকগঞ্জের সভাপতি হাবিল উদ্দিন, জেলা পরিষদ সদস্য আব্দুর রাজ্জাক, কমরেট দুলাল বিশ্বাস, কৃষি উদ্যোক্তা মো. দেলোয়ার হোসেন ও কৃষানী নেত্রী সেলিনা বেগম প্রমুখ।

কর্মশালা শেষে অ্যাডভোকেট দীপক কুমার ঘোষকে সভাপতি ও মুক্তিযোদ্ধা শামসুল আলমকে সাধারণ সম্পাদক করে মানিকগঞ্জ কৃষি জমি সুরক্ষা কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল কৃষি জমি রক্ষা ও সমাধানের উপায় এবং চায়না দুয়ারী জাল বন্ধে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

Related Articles

Leave a Reply

Back to top button