ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় গাঁজা সহ ১ মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ২৫ জানুয়ারী সকালবেলা উপজেলার ৬নং শাহজাহান পুর ইউনিয়নের সুরমা চা বাগানের কিবরিয়াবাদ ডিভিশনের জবরবাদ হইতে ফরেস্ট গামী পাকারাস্তার উপর হইতে মাদক কারবারীকে ২০ কেজি গাঁজা সহ গ্রেফতার করেছে পুলিশ।
বিকালবেলা পুলিশ সূত্রে জানা যায়, মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এ এস আই (নিঃ) মোঃ নাছির উদ্দীন সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মাদক কারবারী হলো চুনারুঘাট সাতছড়ির গারোটিলার ( নতুন টিলা) গাজীলাল ভৌমিকের ছেলে সোহেল ভৌমিক (৩০)।
মাধবপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।