
ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন করা হয়েছে।
মঙ্গলবার ৭ ফেব্রুয়ারী বিকালে মেহেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতির এই সুর্য সন্তানকে গার্ড অফ অনার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান। এ সময় স্থানীয় চেয়ারম্যান, পুলিশ ও বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।
৭১ এর রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মোঃ ফুল ইসলাম ধর্মঘর ইউনিয়নের মেহেরগাঁও গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে ওনার বয়স ছিল ৭০ বছর।
জানাজা শেষে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে ওনাকে সমাহিত করা হয়।