খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে উত্তেজনা ছড়ানো হচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের এখন মাথা গরমের সুযোগ নেই, ঠাণ্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
রোববার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা ৮ তারিখকে ঘিরে কোনো কর্মসূচি দিতে বলেননি। আমরা কর্মসূচি দিবো না, তবে মামলার রায়কে কেন্দ্র করে যদি পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করা হয় তাহলে আমরা নৈরাজ্যের বিরুদ্ধে সতর্ক পাহারায় থাকবো।
যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মাহবুবুর রহমান হিরণ, ফারুক হোসেন, মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহি প্রমুখ।
খালেদা জিয়ার রায়কে ঘিরে উস্কানির ফাঁদে পা না দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা বিএনপির উস্কানির ফাঁদে পা দিবেন না। জনমালের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী উদ্ভুত পরিস্থিতি মোকাবেলা করবে। যেমন কুকুর, তেমন মুগুর। কুকুরের যেমন ঘেউ ঘেউ মুগুরটাও ঠিক তেমনি নেমে আসবে। ও নিয়ে আপনাদের ভাবার দরকার নেই। আপনারা শুধু সতর্ক থাকবেন।
তিনি বলেন, দলীয়ভাবে রাস্তা দখল করে সভাসমাবেশ করার পরিকল্পনা আমাদের নেই। ভরা কলসি নড়বার দরকার নেই। শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন হচ্ছে, আমরা কেন দেশকে অশান্ত করবো? বিএনপিকে নিয়ে আওয়ামী লীগে কোনো অস্থিতিরতা নেই।
বিএনপির গঠনতন্ত্রের সাত ধারা সংশোধনের কথা উল্লেখ করে করে তিনি বলেন, ‘মামলার রায়ের আগে বিএনপি খালেদা জিয়াকে উন্মাদ বানিয়েছে, দেউলিয়া বানিয়েছে, দণ্ডপ্রাপ্ত বানিয়েছে এবং সর্বশেষ দুর্নীতিবাজ বানিয়ে প্রমাণ করেছে তারা দুর্নীতিবাজ দল। সাতধারা পরিবর্তনের মাধ্যমে তারা প্রমাণ করলো-ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না।’