আন্তর্জাতিক সংবাদশিরোনাম

মাঝ আকাশে ভেঙ্গে পড়ল অত্যাধুনিক যুদ্ধবিমান

রাশিয়ার সর্বাধুনিক যুদ্ধবিমান এসইউ-৫৭ প্রশিক্ষণ ফ্লাইট বিধ্বস্ত হয়েছে। রুশ কর্মকর্তারা এ খবর জানিয়েছেন। তারা জানান, সর্বাধুনিক প্রযুক্তি টপ-অব-দ্য-লাইন যুদ্ধবিমান প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়েছে। কিন্তু বিমানটির পাইলট নিরাপদে অবতরণ করেছেন।
মঙ্গলবার এক বিবৃতিতে রাশিয়ার ইউনাইটেড এয়ারক্রাফট করপোরেশন বলেছে, পূর্বাঞ্চলে কোমসোমোলস্ক এলাকায় প্রশিক্ষণের সময় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। পাইলট নিরাপদ আছেন এবং বিমান বিধ্বস্ত হওয়ার স্থানটিতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তাৎক্ষণিকভাবে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি।
এসইউ-৬৭ যুদ্ধবিমানটি প্রথম উড়েছিল ২০১০ সালে। রাডারে সহজে শনাক্তযোগ্য এই বিমানটি রাশিয়ার সুর্বাধুনিক প্রযুক্তির। এতে অত্যাধুনিক সরঞ্জাম ও অস্ত্র রয়েছে। দুই ইঞ্জিনের বিমানটির ডিজাইন করেছে সুখই কোম্পানি। যুক্তরাষ্ট্রের এফ-২২ রথ্যাপটর যুদ্ধবিমানের সাথে পাল্লা দিতে বিমানটি তৈরির পরিকল্পনা নেয়া হয়।
এই দুর্ঘটনার ফলে প্রথম এসইউ-৫৭ বিমান বিধ্বস্ত হলো। সুখই উৎপাদনকেন্দ্রে ১০টি বিমান তৈরি করা হয়েছে। বিমানটি এখনো প্রাক-উৎপাদন পর্যায়ে রয়েছে এবং লড়াইয়ের পর্যালোচনা করা হচ্ছে। তবে সিরিয়ায় সামরিক অভিযানে এসব বিমানের কয়েকটি যুদ্ধে অংশ নেয়। ২০২৮ সালের মধ্যে ৭৬টি এসইউ-৫৭ যুদ্ধবিমান কেনার আদেশ দিয়েছে রাশিয়ার বিমানবাহিনী। এপি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button