বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঐতিহ্যবাহী চাপাদাহ বিলের মৎস্য কমিটির সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আশুতোষ বিশ্বাস।
জানা যায়, চাপাদাহ বিলের মৎস্য কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ ১৫ মে। ১৬ এপ্রিল ছিল মনোনয়পত্র সংগ্রহের দিন। সভাপতি পদে মনোনয়ন সংগ্রহ করেন আশুতোষ বিশ্বাস। সভাপতি পদে অন্য কেউ মনোনয়নপত্র সংগ্রহ না করায় আশুতোষ বিশ্বাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
আশুতোষ বিশ্বাস বলেন, চাপাদাহ বিলের নির্বাচনে আমি মনোনয়নপত্র সংগ্রহ করি। অন্য কেউ মনোনয়নপত্র সংগ্রহ না করায় আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি।
নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমবায় অফিসার আফজাল হোসেন বলেন, চাপাদাহ বিলের নির্বাচনে ১৬ এপ্রিল আমার অফিস থেকে মনোনয়নপত্র দেওয়া হয়েছে। সভাপতি পদে আশুতোষ বিশ্বাস মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। আর কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি।