sliderস্থানীয়

বোয়ালমারীতে ১৩ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশ ১৩ মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাহিদ শেখকে (৪০) গ্রেপ্তার করেছেন। জাহিদ শেখ উপজেলার গুনবাহা গ্রামের মান্নান শেখের ছেলে। গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্প্রতিবার (৩১ আগস্ট) সকালে পুলিশ প্রহরায় ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়।

থানা সূত্রে জানা যায়, জাহিদ শেখের নামে নারী নির্যাতন, চুরি, মারামারি, মাদক, দ্রুত বিচারের অপরাধ, সরকারি কাজে বাধাদান ও অন্যান্য মামলা সহ সর্বমোট ১৩ টি মামলা রয়েছে। তার ১ বছরের সাজা হওয়ার পর থেকে সে পলাতক ছিল। গত বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গুনবাহা তালতলা এলাকা থেকে থানা পুলিশ গ্রেপ্তার করেন।

থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, গ্রেপ্তারকৃত আসামি জাহিদ শেখের নামে মোট ১৩টি মামলা রয়েছে। তার নামে ১ বছরের সাজা হওয়ার পর থেকে সে পলাতক ছিল। বুধবার বিকেলে তাকে গুনবাহা তালতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্প্রতিবার সকালে পুলিশ প্রহরায় তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button