বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও’র সাথে মুক্তিযুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চেতনা, আদর্শ ও মূল্যবোধে উজ্জীবিত শিক্ষকবৃন্দের সংগঠন নীল দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ২টায় উপাচার্যের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময়কালে নীল দলের সভাপতি ড. শফিক আশরাফ ক্যাম্পাস পরিচালনায় উপাচার্যকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সেশনজট নিরসন করার জন্য শিক্ষকগণের সচেষ্ট ভূমিকার প্রশংসাও করেন তিনি।
সাধারন সম্পাদক আপেল মাহমুদ বলেন, নীল দলের একজন অভিভাবক হিসেবে উপাচার্যের পরামর্শ ও দিক নির্দেশনা অনুযায়ী কর্ম-পরিকল্পনা প্রণয়ন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য নীল দল বিভিন্ন কর্মসূচি পালন করবে।
মতবিনিময় সভায় বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়কে আর্ন্তজাতিক মানের বিশ^বিদ্যালয়ে রূপান্তরিত করার প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করে উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় বঙ্গবন্ধু’র আদর্শের অনুসারী সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বিশ^বিদ্যালয়ের বিদ্যমান সমস্যা দ্রুত সমাধান করে বিশ^বিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য গৃহীত পদক্ষেপ সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনাও করেন তিনি।