sliderস্থানীয়

বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে মেঘনায় জনসভায় অধ্যক্ষ সেলিম ভুইঁয়া

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ২৬ আগষ্ট শনিবার বিকেলে কুমিল্লার মেঘনা উপজেলার রাধানগর বালুর মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয়। মেঘনা উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও আমেরিকা থেকে সদ্য প্রত্যাগত জালাল আহমেদ জামানের সভাপতিত্বে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ এ্যাড. সেলিম ভুইঁয়া। তিনি বলেন, বিএনপি শান্তির দল অহিংস হলে বহু আগেই অনেক রক্তপাত ঘটতো আমরা এসবে বিশ্বাসী নই।৪০ টির অধিক মামলা খেয়েও শান্তির পথে হেটে চলেছি, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি এবং ১ দফা ব্যতীত জনগণের মধ্যে শান্তি ফিরে আসবে না বলে অভিমত প্রকাশ করেন তিনি। এছাড়া বক্তব্য রাখেন মেঘনা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্বাস উদ্দিন, জেলা উত্তর মহিলা দল নেত্রী ফাতেমা আক্তার হেনা, চান্দিনা থেকে আগত সাবেক ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম বাবু,কবির হোসেন সরকার, রাসেল মিয়া,মোঃ তারেক,মাজারুল ইসলাম ও জাহাঙ্গীর আলম ভুঁইয়া প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button