sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

বিশ্ব উদ্যোক্তা সম্মেলনে অংশ নিতে ভারতে ইভাঙ্কা ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ও উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প বার্ষিক বিশ্ব উদ্যোক্তা সম্মেলনে অংশ নিতে ভারতে পৌঁছেছেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা একথা জানান। খবর সিনহুয়ার।
ভারতের দক্ষিণাঞ্চলীয় হায়দ্রাবাদ নগরীতে মঙ্গলবার এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ভারত ও যুক্তরাষ্ট্র যৌথভাবে এর আয়োজন করেছে।
মার্কিন প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে সঙ্গে নিয়ে ইভাঙ্কা সোমবার রাতে ভারতে পৌঁছান।
তিন দিনব্যাপী এ শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উপস্থিত থাকবেন। উল্লেখ্য, এই প্রথমবারের মতো সম্মেলনটি দক্ষিণ এশিয়ায় অনুষ্ঠিত হচ্ছে।
এ বছরের সম্মেলনের প্রতিপাদ্য ‘আগে নারী, সমৃদ্ধি সকলের’ এবং এতে ১২শ’ তরুণ উদ্যোক্তা অংশ নিচ্ছে। এদের অধিকাংশই নারী।
ভারতীয় কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ এ সম্মেলনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে নগরীতে অতিরিক্ত ১০ হাজারের বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে।
খবরে বলা হয়, আশা করা হচ্ছে সফরকালে ইভাঙ্কা এ প্রাচীন নগরীর পাশাপাশি হায়দ্রাবাদের প্রতীক চারমিনার পরিদর্শন করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button