
বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ একাধিক ফ্লাইট সাময়িক বাতিল হয়েছে। বিমানের দুটি উড়োজাহাজের ত্রুটি মেরামতের কাজ চলছে। তবে বিমানের আশা ঈদে ঘর ফেরা মানুষকে এজন্য দুর্ভোগে পড়তে হবে না।
জানা যায়, উড়োজাহাজের ড্যাশ-৮ মডেলে দুটি উড়োজাহাজে ত্রুটি দেখা দেয়। এর একটিতে গত সোমবার সমস্যা দেখা দেয়। অন্যটিতে মঙ্গলবার সমস্যা দেখা দেয়। এ কারণেই গত তিনদিন ধরে অভ্যন্তরীণ একাধিক ফ্লাইট বাতিল হয়েছে।
তবে ড্যাশ-৮ এর একটি বিমানের ত্রুটি মেরামত করা হয়েছে। যা ঢাকা থেকে কক্সবাজার গিয়েছে।
এ ব্যাপারে বিমানের সহকারী ব্যবস্থাপক তাসমিম আক্তার বলেন, ‘ড্যাশ -৮ একটি এখন ত্রুটিমুক্ত। যা ঢাকা থেকে কক্সবাজার গেছে। অন্যটিও দ্রুতই ঠিক হয়ে যাবে।’
ঈদে বাড়ি ফেরার জন্য টিকেটের দামও কমিয়েছিল বিমান। এ ব্যাপারে বিজ্ঞপ্তিও দিয়েছে বিমান। এখন ফ্লাইট বাতিল বা উড়োজাহাজ ত্রুটি হওয়াতে মানুষ দুর্ভোগে পড়বে কি-না জানতে চাইলে তাসমিম বলেন, ‘বিমান অবশ্যই যাত্রীদের সুবিধার কথাই চিন্তা করে। একটি উড়োজাহাজ এখন ত্রুটিমুক্ত, অন্যটিও ঠিক হয়ে যাবে।’
তাসমিম আক্তার আরো জানান, এরপরও যদি সমস্যা থাকে তবে বিশেষ ব্যবস্থা নেয়া হবে। আগামীকাল থেকে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান।
এ ব্যাপারে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘আমি যতটুকু জানি দুটি উড়োজাহাজ মেরামত করার জন্য কিছু অভ্যন্তরীণ ফ্লাইট সাময়িক বাতিল করা হয়েছে। কাজ শেষ হলেই এসব যথারীতি চলবে।’ সূত্র: এনটিভি