sliderস্থানীয়

বালিয়াডাঙ্গীতে প্রকল্পে সঞ্চয়ের টাকা পেলেন ৮০ নারী শ্রমিক

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ৮০ জন নারী শ্রমিককে প্রকল্পে সঞ্চয়কৃত অর্থের ৯৬ লাখ টাকার চেক ও সনদপত্র প্রদান করা হয়েছে। ১০ জুলাই বুধবার বিকালে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ অডিটরিয়াম হল রুমে বালিয়াডাঙ্গী উপজেলা স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী ৩ শীর্ষক প্রকল্পের নারী কর্মীদের মাঝে এ সব চেক ও সনদ তুলে দেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন এমপি । বিতরণের আগে আলোচনা সভায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা কাওছারের সভাপতিত্বে বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস, বালিয়াডাঙ্গী উপজেলা ভারপ্রাপ্ত প্রকৌশলী কর্মকর্তা সফিউল আলম, বালিয়াডাঙ্গী উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম ভাষানী, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা আক্তার সুমনা প্রমুখ এতে বক্তব্য দেন। একই অনুষ্ঠানে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের উপবৃত্তি, বাইসাইকেল, খেলার সামগ্রী, গবাদিপশু, হাসমুরগির টিকা ও কৃমিনাষক ঔষধ বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button