বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৮টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার বিভিন্ন এতিমখানা ও শিশু সদনসহ দুস্ত ও অসহায় পরিবারের জন্য ৪ হাজার ৫০০ কম্বল বিতরন করেছে উপজেলা পরিষদ। এসময় ৮ টি ইউনিয়নের ৭ টিতে ৩০০ ও বৃহৎ সাজেক ইউনিয়নে ৪৫০ টি, পৌরসভায় ৪৫০ টি কম্বল বিতরনের পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের মাঝে এসব কম্বল বিতরন করা হবে জানিয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান। সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে স্থানীয় জনপ্রতিনিধিদের হাতে এসব কম্বল তুলে দেন বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা। এসময় পৌর মেয়র জাফর আলী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম উপস্থিত ছিলেন।