sliderবিবিধশিরোনাম

বাংলাদেশিদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালো যুক্তরাষ্ট্র

বাংলাদেশ এবং বিশ্বজুড়ে সকল বাংলাদেশিদের ইংরেজি নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ২০১৯ সালের শেষদিন রাত ১০টার দিকে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস ফেসবুক পেজে এ সংক্রান্ত শুভেচ্ছা বার্তা প্রকাশ করেছে।
বার্তার সাথে দূতাবাসের পক্ষ থেকে ঢাকায় কর্মরত কর্মকর্তাদের একটি গ্রুপ ছবিও প্রকাশ করা হয়।
শুভেচ্ছা বার্তায় বলা হয়, ‘যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশ এবং বিশ্বজুড়ে সকল বাংলাদেশিদের ইংরেজি নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা! আমাদের উভয় দেশের পারস্পরিক বন্ধুত্বকে সুদৃঢ় করার লক্ষ্যে আপনাদের অবদানকে ধন্যবাদ জানাই এবং আসন্ন ২০২০ সালে এই সম্পর্ককে আরো দৃঢ় করার প্রত্যাশা রাখি।’
এদিকে ইংরেজি নববর্ষ উপলক্ষে বুধবার (১ জানুয়ারি) বন্ধ থাকবে ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস। একইসঙ্গে কনস্যুলার সেকশন, আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও এডুকেশন ইউএসএ স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দূতাবাস থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, দূতাবাস বন্ধ থাকলেও যুক্তরাষ্ট্রের নাগরিকদের জরুরি সেবা অব্যাহত থাকবে। এ জন্য ৫৫৬৬-২০০০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button