
কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙামাটির বরকল উপজেলার এরাবুনিয়া এলাকায় কৃষকের ছাগল গিলে ফেলার পর একটি বিশাল অজগর সাপকে নিরাপদে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (আজ) সকালে এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এরাবুনিয়া ৫নং ওয়ার্ডের বাসিন্দা কৃষক মোঃ রুমির একটি ছাগল সকালে নিখোঁজ হয়ে যায়। ছাগলটির সন্ধানে তিনি এলাকাবাসীর সহায়তায় খোঁজাখুঁজি শুরু করেন। কাছাকাছি জঙ্গলে তল্লাশি চালানোর সময় তারা বিশাল আকৃতির একটি অজগর সাপ দেখতে পান, যার পেট অস্বাভাবিকভাবে ফোলা ছিল। এতে ধারণা করা হয়, সাপটিই কৃষকের ছাগলটি গিলে ফেলেছে।
কৃষক রুমি তাৎক্ষণিক সাহসিকতার সঙ্গে স্থানীয়দের সহায়তায় সাপটিকে কোনো ক্ষতি না করে নিরাপদে বন্দী করতে সক্ষম হন। এরপর তিনি দ্রুত ঘটনাটি বন বিভাগ এবং ১২ বিজিবি এরাবুনিয়া ক্যাম্প কর্তৃপক্ষকে অবহিত করেন।
সংবাদ পেয়ে বিজিবি ক্যাম্প কমান্ডার মোঃ নাজিম উদ্দিন এবং বন বিভাগের কর্মকর্তা মোঃ আকবর আলী দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ছাগলের মালিক কৃষক রুমির পক্ষে চৌকিদার মোঃ জাহাঙ্গীর আলম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে অজগর সাপটিকে বন বিভাগের কর্মকর্তাদের হাতে তুলে দেন।
এলাকাবাসী জানান, এরাবুনিয়া পাহাড়ি অঞ্চলে মাঝে মাঝে এমন বিশাল অজগরের দেখা মিললেও গৃহপালিত প্রাণী গিলে ফেলার ঘটনাটি খুবই বিরল। এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
বন বিভাগের কর্মকর্তা মোঃ আকবর আলী সংবাদমাধ্যমকে জানান, অজগর সাপটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর সেটিকে দ্রুতই সংরক্ষিত পাহাড়ি বনে অবমুক্ত করা হবে।
এলাকার স্থানীয়রা বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগ ও বিজিবির দ্রুত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে সবাইকে বন্যপ্রাণী সুরক্ষায় আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।




