sliderস্থানীয়

বদলগাছীতে ১৮ কেজি গাঁজাসহ আটক ১

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় ১৮ কেজি গাঁজা সহ ১ জন ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। জানা যায় রবিবার (২ জুলাই) সকাল ৯টায় উপজেলার গোপন সংবাদের ভিত্তিতে কয়ভবানী গ্রামের নজরুল ইসলামের ছেলে জিল্লুর রহমান (৪৩) এর বসত বাড়িতে অভিযান চালিয়ে চাউলের ড্রামের ভিতর কৌশলে লুকিয়ে রাখে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন, নওগাঁ পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক এর দিকনির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল জয়ব্রত পাল এর তদারকিতে অভিযান চালানো হয়।

তিনি আরও বলেন, অভিযান চালিয়ে চুলার পাশে মাটির গর্তে নীল রংগের ড্রামে থাকা ৫টি পোটলায় ১৮কেজি গাঁজা সহ জিল্লুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে। ২০১৮ সালে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button