বদলগাছির গোবরচাঁপাহাট উচ্চবিদ্যালয়ে শনিবারের পরির্বতে ছুটি সোমবার, শনিবার চলেছে পাঠাদান

কাজী কামাল হোসেন, নওগাঁ প্রতিনিধি : শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুক্রবার- শনিবার দুই দিন সরকারি ছুটি ঘোষনা করেছে। শনিবার সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান গুলো সরকারি ছুটি দুই দিনের মধ্যে প্রথম ছুটি ভোগ করেছে। শুধু ব্যতিক্রম ছিল নওগাঁর বদলগাছি উপজেলার গোবরচাঁপাহাট উচ্চবিদ্যালয়। শনিবার ছুটির দিনে বিদ্যালয়টি খোলা ছিল। পুরোদমে চলেছে পাঠাদান।
বিদ্যালয়ের প্রধানশিক্ষক বলেছেন, আমরা সিদ্ধান্ত নিয়ে শনিবারের পরির্বতে সোমবার ছুটি করেছি। একারণে শনিবার বিদ্যালয় খোলা ছিল। পুরোদমে পাঠদান করানো হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়টিতে প্রায় সাড়ে সাতশ শিক্ষার্থী রয়েছে। প্রতি সোমবার বিদ্যালয় মাঠে হাট বসে। সরকারিভাবে শনিবারও ছুটি ঘোষনা করা হয়। গত বৃহস্পতিবারে প্রধানশিক্ষক মামুনুর রশিদ অনান্য শিক্ষকদের সঙ্গে আলোচনা করে শনিবারের পরির্বতে সোমবার ছুটি সিদ্ধান্ত নেন। ওইদিনই শিক্ষার্থীদের শনিবারে বিদ্যালয় খোলা থাকার কথা জানানো হয়। যথারীতি আগের মতো শনিবারে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসে। পুরোদমে পাঠদান হয়েছে। তবে শিক্ষার্থীরা উপস্থিতি একটু কম ছিল।
বিদ্যালয়ে কয়েক জন শিক্ষার্থী বলেন, সকল বিদ্যালয় শনিবারে ছুটি থাকবে আর আমাদের বিদ্যালয় খোলা থাকবে। আবার আমাদের বিদ্যালয় সোমবারে ছুটি থাকবে। অনেক আগে থেকে সোমবারে বিদ্যালয়ের মাঠে সকাল থেকে হাট-বাজার বসে। এখন সোমবারে ভালোভাবে হাট-বাজার বসাতে বিদ্যালয় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে শিক্ষার্থীরা ধারণা করছে।
বিদ্যালয়ের প্রধানশিক্ষক মামুনুর রশিদ বলেন, সোমবার গোবরচাঁপার হাটবার। একারণে সোমবারে বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি কম হয়। আমরা শিক্ষক- বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে বৃহস্পতিবার বৈঠক করেছি। ওই বৈঠকে শনিবার বিদ্যালয় খোলা রাখা ও সোমবারে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। আমি জেলা শিক্ষা কর্মর্কতা (ডিইও), বদলগাছির ইউএনও স্যার, উপজেলা মাধ্যমিক কর্মকর্তাকে জানিয়েছি। তাঁদের সম্মতি নিয়ে শনিবারের পরির্বতে সোমবার ছুটি ঘোষনা করেছি। ডিইও স্যার সিদ্ধান্তের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর ও তাঁকে (ডিইও) পত্র দিয়ে জানাতে বলেছেন।
নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফর রহমান বলেন, সোমবার গোবরচাঁপাহাট হাট বারের দিন। একারণে প্রধানশিক্ষক শনিবারের পরির্বতে সোমবার ছুটি করেছে। প্রধানশিক্ষককে শিক্ষা মন্ত্রণালয়ের, শিক্ষা অধিদপ্তর সম্মতি নিয়ে পত্র দিতে বলেছি। সস্মতির আগের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে কি না এমন প্রশ্নে জবাবে ডিইও সরাসরি কোনো মন্তব্য করেননি।
বদলগাছির ইউএনও আলপনা ইয়াসমীন বলেন, গোবরচাপাহাট উচ্চিবদ্যালয় কর্তৃপক্ষ জেলা মাধ্যমিক শিক্ষা অনুমতি সাপেক্ষ শনিবারের ছুটি পরিবর্তন করে সোমবার করেছে। এটি করা যায় বলে ইউএনও জানিয়েছে।