sliderস্থানীয়

বদরগঞ্জে এইড কুমিল্লার উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধে মত বিনিময়

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে এনজিও এইড কুমিল্লার উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৩জুলাই) দুপুরে স্থানীয় চেংমারী হাইস্কুলের হলরুমে ওই মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আকবর আলী। সভায় বক্তব্য রাখেন এইড কুমিল্লার ডিস্ট্রিক্ট ইনচার্জ নাজমা বেগম, ফিল্ড ফ্যাসিলেটেটর মশিয়ার রহমান, চেংমারী হাইস্কুলের প্রধান শিক্ষক হাসিনুজ্জামান, শিক্ষক মাফরুহা সিদ্দিকা, মাও. আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, সাংবাদিক রুহুল আমিন সরকার, জাহিদুল হক সরদার প্রমুখ। মত বিনিময় সভায় ধর্মীয় নেতা, শিক্ষক, রাজনৈতিক নেতা ও সাংবাদিকরা অংশ নেন। বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতার পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগের উপর গুরুত্বারোপ করেন।

Related Articles

Leave a Reply

Back to top button