
আবু তালহা তোফায়েল,গোয়াইনঘাট: সিলেট-৪ আসন খনিজ সম্পদ ও প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর। অগ্রাধিকার ভিত্তিতে এই অঞ্চলের মানুষ খনিজ সম্পদগুলো ভোগ করার কথা থাকলেও এখনও সুবিধাবঞ্চিত জৈন্তা-গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জবাসী। আমরা আমাদের এলাকার সার্বিক উন্নয়ন ও অধিকার আদায়ের জন্য আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে খেজুরগাছে ভোট দেওয়ার কথা বলেন সিলেট-৪ আসনে জমিয়ত মনোনীত খেজুরগাছের প্রার্থী এডভোকেট মুহাম্মদ আলী।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় গোয়াইনঘাটের হাকুর বাজারে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জমিয়তের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুহাম্মদ আলী আরও বলেন, আমরা ধর্মপ্রাণ এলাকার মানুষ, এই অঞ্চলে আমাদের বেড়ে উঠা। আমরা আমাদের সুখ দুঃখ যেভাবে বুঝবো, অন্যান্য যায়গা থেকে আসা জনপ্রতিনিধিরা আমাদের সংস্কৃতি ও সুখ-দুঃখ বুঝবে না। স্থানীয়রা যেভাবে আন্তরিকতার সাথে সার্বিক উন্নয়নে এগিয়ে আসবে, অন্যান্যদের কাছ থেকে তা আশা করা যায় না।
মাওলানা সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা মনির উদ্দিনের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন হরিপুর বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খ হিলাল আহমদ, দারুসসালাম লাফনাউট মাদ্রাসার শিক্ষাসচিব জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা ফয়জুল করিম, মাওলানা আজমত উল্লাহ, বাহা উদ্দিন বাহার, হাফিজ জাকির হোসাইন, আব্দুল করিম দিলদার ও হাফিজ সুহাইল।




