sliderস্থানীয়

বঙ্গবন্ধু নিঃস্বার্থভাবে জনগণের জন্য রাজনীতি করেছেন : সাংসদ মমতাজ

সিঙ্গাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিঃস্বার্থভাবে জনগণের জন্য রাজনীতি করেছেন। বঙ্গবন্ধুর মতো নেতা ঘরে ঘরে হয় না, যুগে যুগে আসে। তার জীবনের ৫৫ বছর বয়সের মধ্যে ১৪ বছর শুধু জেলই খেটেছেন। সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য তিনি জেল খেটেছেন। বাঙালি জাতি যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই অধিকার আদায়ের জন্য তিনি সংগ্রাম করে গেছেন। শুধু তাই নয় দেশটাকে স্বাধীন করে আমাদের স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন। সেই মানুষটাকেই ঘাতকরা নির্মমভাবে স্বপরিবারে হত্যা করে। রোববার (২০ আগষ্ট) দুপুরে মানিকগঞ্জের সিঙ্গাইরে ডেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তিনিও নিঃস্বার্থভাবে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা সরকার আপনাদের কথা চিন্তা করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, নারী পরিত্যক্ত ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছেন। মুক্তিযোদ্ধাদের ভাতাবৃদ্ধি, তাদের সন্তানদের চাকরির ব্যবস্থাসহ বিভিন্ন সুযোগ সুবিধা শেখ হাসিনা সরকারিই করেছেন। বিগত দিনে আমরা অনেক সরকারকে দেখেছি। তারা কিন্তু সাধারণ মানুষের কথা চিন্তা করেন নি। তারা ক্ষমতায় আসলে আগে নিজের কথা চিন্তা করেছেন। কিভাবে লক্ষ-কোটি টাকা বিদেশে পাচার করা যাবে সেই চিন্তা করেছেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে ডেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহাদি হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়েদুর হক, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছালাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কোহিনূর ইসলাম সানিসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button