
ফেনী প্রতিনিধি : ফেনীতে নারী ও নারী শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ছাগলনাইয়া উপজেলার শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফেনী-১ আসনের সাংসদ ও জাসদ (ইনু) সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, সাম্প্রদায়িক অপশক্তি, যারা এ দেশের টেকশই উন্নয়ন মেনে নিতে পারেনা তারা আজ বাজার সিন্ডিকেট তৈরি করে দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দিয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সুলতানা, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, কর্মজীবী নারীর সাধারণ সম্পাদক শারমীন কবির, ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা, ছাগলনাইয়া উপজেলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল হাই প্রমুখ।