sliderস্থানিয়

প্রবাসীর এনআইডি দিয়ে ফেইক আইডি খুলে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এক প্রবাসীর এনআইডি দিয়ে ফেইক আইডি খুলে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই প্রবাসীর বাবা থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন।

শুক্রবার (৩১ অক্টোবর)সকালে প্রবাসীর বাবা মো. মজিবুর রহমান এই জিডি করেন। জিডি নং-১২৯৯।
মজিবুর রহমান তাহিরপুর উপজেলার বড়দল পুরানহাটি গ্রামের আব্দুস সালামের ছেলে।

জিডি সূত্রে জানা যায়,মজিবুর রহমান এর মেয়ে জাকিয়া সুলতানা মনি কানাডা প্রবাসী।
তিনি গত ২০২৪ সালের জুন মাসে কানাডায় প্রবেশ করেন। তিনি দেশে থাকাকালীন সময়ে বিভিন্ন সামাজিক সংগঠন সহ সামাজিক কাজ কর্ম এবং সাংবাদিকতায় যুক্ত ছিলেন।
তার সম্পাদনায় “ভাটিরকন্ঠ” নামে একটি পত্রিকা রয়েছে।
সেই সুবাদে তার বায়োডাটা সহ জাতীয় পরিচয়পত্র বিভিন্ন জায়গায় রয়েছে। এই সুযোগে জাকিয়া সুলতানা মনির এনআইডি এবং ছবি ব্যবহার করে অহনা আফরিন এনি (Ahona Afrin Any)নামে ফেইক আইডি খুলে বিভিন্ন ধরনের ছবি পোষ্ট করে আসছে এবং এইসব ফেইক আইডির পোষ্ট ব্যবহার করে তার বিরুদ্ধে কিছু সংখ্যক লোক অপপ্রচার ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন এবং মানখুন্ন করে আসছে।

একটি কুচক্রীমহল ফেইসবুকে ফেইক আইডির বরাত দিয়ে বিভিন্ন ছবি ও কমেন্ট করে মানহানি করে আসছে।(যা স্কিন শর্ট সংরক্ষণ করা হয়েছে) প্রবাসী জাকিয়া সুলতানা মনির কাছে ম্যাসেঞ্জারে এক লক্ষ টাকা দাবি করে বলে জিডিতে উল্লেখ করা হয়।

যে সকল ব্যক্তিগণ প্রবাসী জাকিয়া সুলতানা মনির মানসম্মান নষ্ট করার জন্য প্রতিনিয়ত অপপ্রচার, হুমকি প্রদান করে আসছে,তাদেরকে বিভিন্ন ভাবে শনাক্ত করার চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় এবং এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহে থাকায় থানায় জিডি করেছেন বলে উল্লেখ করা হয়।

এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন,এ বিষয়ে একটি জিডি করা হয়েছে,আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button