
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: পটিয়ায় হত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও বঙ্গবন্ধুর আত্মজীবনী বই প্রদান করেছে দাতব্য সংগঠন নজির আহমদ দোভাষ ফাউন্ডেশন। ২৫ নভেম্বর সকাল ১১ টায় পটিয়ার একটি রেস্তোঁরায় শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এই সহায়তা প্রদান করা হয়। উপজেলার আশিয়া ইউনিয়ন, হরিণখাইন, হাইদগাঁও ও পটিয়া পৌরসভার গোবিন্দারখীল এলাকার ৭জন শিক্ষার্থীকে নগদ শিক্ষা সহায়তা ও বঙ্গবন্ধু‘র আত্মজীবনী বই প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া প্রেসক্লাবের সহ সভাপতি এ,টি,এম,তোহা। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আবদুল কাদের, পটিয়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, সাংবাদিক গোলাম কাদের, মহিউদ্দিন চৌধুরী, ওবায়দুল হক পিবলু প্রমূখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক কাজ করে যাচ্ছেন। সে সাথে পটিয়ার কৃতি সন্তান আমেরিকা প্রবাসী ড. জুলকারনাইন চৌধুরী জীবন জাতির জনক বঙ্গবন্ধু’র আদর্শ ধারন কওে পটিয়ায় নজীর আহমদ দোভাষ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এ সংগঠনের মাধ্যমে প্রতিদিন পটিয়ার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা হতদরিদ্র অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা ও খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে। আপনাদের ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুলতে বর্তমান শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। তাই শিক্ষিত ও স্মার্ট জাতি গঠন করতে হলে শিক্ষার্থীদের পড়ালেখায় ও প্রযুক্তিতে স্মার্ট হতে হবে এবং এলাকার বিত্তশালীদের শিক্ষা, স্বাস্থ্য ও সমাজ সেবায় এগিয়ে আসার আহবান জানান।