sliderস্থানীয়

নোয়াখালীতে আইনজীবী ফোরামের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

নোয়াখালী প্রতিনিধি : ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও সেচ্ছাসেবকদলের নেতা আবদুর রহিমকে হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নোয়াখালীর উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোরবার দুপুরে (৭ আগস্ট) দুপুর ২টার দিকে নোয়াখালী আইনজীবী সমিতি উত্তর গেইটে এ কর্মসূচি পালন করা হয়।
ফোরামের সভাপতি এডভোকেট বিইউ এম কামরুল ইসলামের সভাপতিত্ব এডভোকেট আবদুল কাউয়ুম দিদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নোয়াখালী বার সভাপতি এডভোকেট আবদুর রহিম, বারের সাবেক সম্পাদক এডভোকেট শাহাদাত হোসেন, বারের সাধারণ সম্পাদক এডভোকেট আজম খান, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক খুরশিদ প্রমূখ।
এ সময় বক্তরা, দুটি হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে রাজনৈতিক হত্যাকান্ড বন্ধের আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Back to top button