
আবু তালহা তোফায়েল, গোয়াইনঘাট, সিলেট : সাবেক গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়তের সিনিয়র নেতৃবৃন্দের সাথে গোল টেবিল বৈঠক করেছে গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়ত।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর ২টায় গোয়াইনঘাট সদরে, শাখা সভাপতি ইকরামুল হক জাবেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাহফুজের পরিচালনায়- ছাত্র জমিয়ত বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার আয়োজিত গোল টেবিল বৈঠকে অর্ধ শতাধিক সাবেক নেতৃবৃন্দের উপস্থিতি ঘটে।
বাংলাদেশ স্বাধীনের পরবর্তীতে দলের কার্যক্রম শুরু হবার পর থেকে চলমান সেশনের পূর্ব পর্যন্ত গোয়াইনঘাটে ছাত্র জমিয়তের সোনালী ফসল যারা, তাদের নিয়ে গোল টেবিলের আয়োজন করে বর্তমান সেশনের (২৩-২৪) কমিটি।
এতে দলের কার্যক্রম বেগবান করতে সাবেক নেতৃবৃন্দ তাদের অভিজ্ঞতা শেয়ার করে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাটে ছাত্র জমিয়তের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন, ফরিদ উদ্দিন কয়েস, গোলাম আম্বিয়া কয়েস (ভাইস চেয়ারম্যান), ইব্রাহিম মোস্তফা, হাফিজ সাজিদুর রহমান, রফিক আহমদ, রায়হান আহমদ, জিয়াউর রহমান কাউসার, মুফতি আমির আহমদ, আব্দুল মান্নান, ডাক্তার আবুল খায়ের, হাসান আহমদ, বাহা উদ্দিন বাহার, শাব্বির আহমদ, নাজমুল বিন সিরাজ, আব্দুল করিম দিলদার, সাদ আহমদ, হেলাল আহমদ, নজরুল ইসলাম, দেলোয়ার হোসাইন, আবুল হাসানাত, মাসুক আহমদ, হাফিজ ওলিউর রহমান, জাকিন হোসাইন, আবদুল আহাদ, রহুল হাসান মঞ্জুর, সুলতান মাহমুদ, হাফিজ এহসান উল্লাহ, প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করেন হাফিজ আয়নুল ইসলাম ও স্বাগত বক্তব্য রাখেন জুবায়ের আহমদ।