sliderস্থানীয়

নিয়ামতপুরে সিরিজ বোমা হামলার ১৮তম বার্ষিকীতে আঃলীগের বিক্ষোভ মিছিল

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ১৭ আগস্ট বিকেলে সারাদেশের ন্যায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগ ও প্রতিটি ইউনিয়ন আওয়ামীলীগ। একইসঙ্গে কর্মসূচির মাধ্যমে বিএনপি ও তাদের সমমনাদের অপপ্রচার ও উসকানির প্রতিবাদ জানায় দলটি।

নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে প্রথমে বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে অস্থায়ী মঞ্চের এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে অস্থায়ী মঞ্চে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ বজলুর রহমান নঈমের সভাপতিত্বে সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবেদ আলী দেওয়ানসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ ওবাইদুল হকের নেতৃত্বে ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগ গাবতলী বাজারে বিক্ষোভ মিছিল ও রাওতাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে। ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ ওবাইদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উৎপল কুমার পিন্টুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। উপজেলা যুবলীগের সভাপতি ও রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান মোতালেব হোসেন বাবরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পাড়ইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দার নেতৃত্বে পাড়ইল ইউনিয়ন আওয়ামীলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আজাহারুল ইসলাম বুলুর নেতৃত্বে শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান মামুনুর রশীদ মামুনের নেতৃত্বে বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

Related Articles

Leave a Reply

Back to top button