নিয়ামতপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। ২ অক্টোবর সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতীয় কন্যা শিশু দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “ বিনিয়োগে অগ্রাধিকার কন্যা শিশুর অধিকার” । উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্বে করেন সহকারী কমিশনার (ভূমি) লিজা আকতার বিথি ।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার আল মামুন হকের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা বেগম ।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার রাসেল রানা, উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) (অবঃ) বজলুর রশীদ, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, ট্রেড প্রশিক্ষক মোসাঃ সুমী খাতুন, মৌসুমী খাতুন।