নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : দেশের চলমান পরিস্থিতিতে শান্তি শৃংখলা বজায় রাখতে নওগাঁ নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ এর সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আনজুমান পাভেল, সিনিয়র যুগ্ন আহবায়ক মেহেদী, যুগ্ন আহবায়ক মাসুদ ও রুনুজামান নাহিদ, সদস্য সজিব, নিয়ামতপুর সরকারি কলেজ শাখার সদস্য সচিব নাফিজুর রহমান, সিনিয়র যুগ্ন আহবায়ক সুজন,যুগ্ন আহবায়ক মিহাদুল, যুগ্ন আহবায়ক রায়হান,জিয়া সাইবার ফোর্স নিয়ামতপুর শাখার দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ-দপ্তর সম্পাদক শাকিল হোসেন প্রচার সম্পাদক রাব্বানী প্রমুখ।