জনি আহমেদ, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল, কর্মী, সদস্য পূণর্মিলনী ও শহীদের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ামতপুর উপজেলা শাখার উদ্যোগে নিয়ামতপুর উপজেলার পরিষদের মেইন গেট সংলগ্ন রাস্তায় অস্থায়ী মঞ্চে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। গণ সমাবেশে স্বাগত বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মুহাম্মদ শহিদুল আলম।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মাষ্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মুহাম্মদ নাজমুল ইসলামের সঞ্চালনায় গণ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সিনিয়র সদস্য মুহাম্মদ জামাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুল ওয়াহেদ, দপ্তর সম্পাদক মুহাম্মদ আব্দুল হক, অর্থ সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম খলিল সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ামতপুর উপজেলা শাখা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ফ্যাসিবাদী সরকারের আলমে যারা অবৈধ সম্পদ অর্জন করেছে। তাদের দ্রুত আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহন করতে হবে। ফ্যাসিবাদী সরকারের শাসন আমলে ইসলামী আন্দোলন দলের নেতাকর্মীরা বিভিন্ন সময় বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত সকল সদস্যদের মুক্তির দাবী জানান বক্তারা। একটি মহল দেশে আবার মাথা উঁচু করে দাঁড়াতে চায় তাদের শক্ত হাতে দমন করতে হবে।