sliderস্থানীয়

নিয়ামতপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহববু উল আলম,উপজেলা কৃষি অফিসার আমীর আব্দুল্লাহ ওয়াহিদুজ্জামান, উপজেলা প্রকৌশলী নূরে আলম সিদ্দিকী, থানার অফিসার ইনর্চাজ হুমায়ুন কবির, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নিলুফার ইয়াসমিন, উপ সহকারি প্রকৌশলী বজলুর রশীদ, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, হাজিনগর ইউপির চেয়ারম্যান আব্দুল রাজ্জাক, চন্দননগর ইউপির চেয়ারম্যান বদিউজ্জামাল বদি, ভাবিচা ইউপির চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, রসুলপুর ইউপির চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর, পাড়ইল ইউপির চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, শ্রীমন্তপুর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন প্রমুখ। শেষে উপজেলা মাসিক সমন্বয় সভা, মাদক নিয়ন্ত্রন ও মানব পাচার প্রতিরোধ সভা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ হতে উপজেলার ৮ টি ইউনিয়নের বিদায়ী চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান ও নর্বনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করেন নেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button