slider

নাগেশ্বরীতে জোরপূর্বক জমি দখলের পায়তারা, বাঁধা দেয়ায় হুমকি

কুড়িগ্রাম প্রতিনিধি: নাগেশ্বরীতে লাবলু মিয়ার ক্রয়কৃত জমি অবৈধভাবে জোরপূর্বক দখলের পায়তারা ও হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা শহরের ফকিরটারী মহল্লার মৃত নাদারু শেখের পুত্র লাবলু মিয়া তার ক্রয়কৃত ভোগ দখলীয় ৮৮শতক সম্পত্তি দীর্ঘ ২০১৭সাল থেকে ফসল চাষাবাদ করে আসছে। পুর্ব শত্রুতার জের ধরে বাগডাঙ্গা (জোরাব্রীজ) এলাকার মিজানুর রহমান, আব্দুল গণি, সামাদ, সামছুল হক সংঘবদ্ধ ভূমিদস্যু চক্ররা লাবলু মিয়ার জমি জোর পূর্বক দখলের চেষ্টা চালায়।
লাবলু মিয়া বাগডাঙ্গা মৌজার আরএস খতিয়ান নং-১০৪৪, দাগ নং-২৯২৮ এতে ২৪শতক, এসএ দাগ নং-২২০৭, আরএস দাগ নং-২৯৪২ এতে ৩৪শতক ও এসএ দাগ নং-২২০১, আরএস দাগ নং-২৯৪৮ এতে ৩০শতক মোট জমি ৮৮শতক। ২০১৭সালের ২১ডিসেম্বর নাগেশ্বরী সাবরেজিস্ট্রি অফিসের দলিল নং-১০৩৭৭ ও খারিজ নং-১২১৬ ও হোল্ডিং নং-১২১৯ মুলে জমির মালিক। লাবলু মিয়া বাগডাঙ্গা (জোরাব্রীজ) এলাকার হাজী আব্দুল জলিল প্রধানের পুত্র আব্দুল বাতেন গংদের নিকট ক্রয় করেন।
বাগডাঙ্গা (জোরাব্রীজ) এলাকার আক্কাস আলী, আব্দুর রাজ্জাক, মালেক আলীসহ অনেকে জানান, লাবলু মিয়ার ক্রয়কৃত জমি বিষয়ে একাধিকবার বৈঠক হয় এতে লাবলু মিয়ার কাগজপত্র সঠিক থাকায় সে জমি ভোগদখল করে আসছেন।
লাবলু মিয়ার অভিযোগ, আমার ক্রয়কৃত জমি জোর করে দখলের পাঁয়তারা করছেন বাগডাঙ্গা (জোরাব্রীজ) এলাকার ভূমিদস্যু মিজানুর রহমান, আব্দুল গণি, সামাদ, সামছুল হক সংঘবদ্ধ চক্ররা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button