sliderস্থানীয়

নওগাঁয় বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় বাংলাদেশ জাতীয়বাদী দল-বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এসব আয়োজনের মধ্যে ছিল কেক কাটা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও সমাবেশ।
সকালে শহরের কেডির মোড়ে বিএনপির কার্যালয়ের দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কর্মসূচি শুরু হয়। পরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুষ্পস্তবক করে দলটির নেতাকর্মীরা। দুপুর ১২টায় শহরের কেডির মোড় থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রাটি কাজীর মোড়, রুবির মোড় ও ডিগ্রির মোড় হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেডির মোড় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকের (নান্নু) সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক চন্দন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায়বিষয়ক সম্পাদক ও নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শহিদুল হক, মামুনুর রহমান ও শেখ রেজাউল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী, জাতীয়তবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল, সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button