
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কাকনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন মিয়ার
অনিয়ম, দুর্নীতি স্বেচ্ছাচারিতা অযোগ্যতা অবৈধ নিয়োগ এবং নানা অপকর্মে লিপ্ত থাকায় তাকে অত্র বিদ্যালয় থেকে অপসারণ করে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী সহ সচেতন এলাকাবাসী। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা দুপূরে উপজেলার কাকনা উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, প্রধান শিক্ষক আমাদের বাজে ভাষায় গালিগালাজ করেন। প্রতি মাসে বিদ্যালয় পরিস্কার রাখার জন্য ফি দেই। কিন্তু স্যার আমাদের দিয়ে জোরপূর্বক ওয়াশরুম এবং ক্লাশরুম পরিস্কার করান। এসব কাজ না করলে অকথ্য ভাষায় গালিগালাজ ও বেত্রাঘাত করেন। মানববন্ধনে এলাকাবাসী বলেন, শিক্ষার্থীদের উপর নানা ভাবে নির্যাতন, স্কুলের গাছ বিক্রি, অফিস সহকারি নিয়োগ দিয়ে নিয়োগ বাণিজ্য সহ নানা ধরনের অভিযোগ রয়েছে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তাই অতিসত্বর এই স্বেচ্ছাচারি ও দূর্নীতিবাজের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে তাকে বিদ্যালয় থেকে অপসারন করা হোক।