sliderস্থানীয়

দোহারে বিদেশী পিস্তল-গুলিসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুই যুবক আটক

দোহার (ঢাকা) প্রতিনিধি : ঢাকার দোহারে পুলিশের অভিযানে উত্তর রাইপাড়া এলাকা হতে বিদেশী পিস্তল, গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। এ সময় দুইজনকে আটক করা হয়।
আটকরা হলেন উত্তর রাইপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে রিয়াদ (২৮) ও বাবুল খানের ছেলে মো: সিজান (২১)।
পুলিশ সূত্রে জানা গেছে, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোস্তফা কামালের নির্দেশে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সিজানকে আটক করতে পুলিশের এএসআই নান্টু কৃষ্ণ মজুমদারসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে সিজানের অবস্থান জানতে পারেন তারা। পরে বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে উত্তর রাইপাড়া আদম ভূঁইয়ার বসতবাড়ি থেকে মাদক সেবনরত অবস্থায় রিয়াদ ও সিজানকে আটক করা হয়। এ সময় তল্লাশি করে তাদের কাছ থেকে বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, ৩০ গ্রাম হেরোইন ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য চার লাখ পঞ্চাশ হাজার টাকা।
দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোস্তফা কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করি এবং আসামিদের কাছ থেকে বিদেশী অস্ত্র ও গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করি। তাদের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। শুক্রবার সকালে আসামিদের আদালতে পাঠানোর কথা রয়েছে। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Back to top button