
বাংলাদেশের মেয়েরা যেন হারতে শিখেনি। একেরপর এক জয়ে তাদের কাছে এসে ধরা দিচ্ছে। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে আয়ারল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে টাইগ্রেসরা। রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যায় এমিরেটসের একটি ফ্লাইটে নেদারল্যান্ডস থেকে দেশের পথে রওনা হয় কথা সালমা-রুমানারা। সোমবার সকাল ৮.৩০ এ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সিইও নিজামউদ্দিন চৌধুরি সুজন চ্যাম্পিয়নদের বরণ করে নেন। গত মাসে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয় দিয়ে শুরু, এরপর আয়ারল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর নেদারল্যান্ডসে বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নেয়ে মেয়েরা। সালমা খাতুনের নেতৃত্বে মেয়েরা সত্যিই সাফল্যের শিখরে।
ডাচদের দেশ থেকে বাছাই পর্বের ট্রফি নিয়ে ফেরার পর কয়েক সপ্তাহ বিশ্রাম পাবেন ক্রিকেটাররা। তারপর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। বিশ্বকাপের আগে কয়েকটি সিরিজ খেলার কথা সালমাদের।
মেয়েদের ২০ ওভার ক্রিকেটের বিশ্বকাপ হবে ৯ থেকে ২৪ নভেম্বর, ওয়েস্ট ইন্ডিজে। র্যাংকিংয়ের সেরা আট দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বিশ্বকাপের টিকিট পেয়েছে বাছাই পর্বের চ্যাম্পিয়ন-রানার্স আপ বাংলাদেশ ও আয়ারল্যান্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসরে বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপের অন্য চার দল ইংল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। ‘বি’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ খেলবে সেমিফাইনালে। ৯ নভেম্বর উদ্বোধনী দিনেই বাংলাদেশের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।