sliderস্থানীয়

দালাল চক্রের ২ সদস্য আটক, আমেরিকার স্বপ্ন দেখিয়ে পাচার হচ্ছিল রোহিঙ্গা, উদ্ধার ৩৪

এম.এ আজিজ রাসেল : নিত্য নতুন কৌশলে ক্যাম্প থেকে পাচার হচ্ছে রোহিঙ্গারা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে একাধিক দালাল চক্র রোহিঙ্গাদের পাচার করছে। উন্নত জীবনের স্বপ্নে বিভোর হয়ে রোহিঙ্গারাও পাচারকারীদের ফাঁদে পা দিচ্ছে। এবার মালয়েশিয়া ও থাইল্যান্ডের পর আমেরিকার নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে পাচার হচ্ছিল ৩৪ জন রোহিঙ্গা।

রবিবার (১৩ আগস্ট) রাতে সংঘবদ্ধ মানব পাচার চক্রের সদস্যরা পাচারের উদ্দেশ্যে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় রোহিঙ্গাদের জড়ো করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছালে ৩—৪ জন দৌড়ে পালানোর চেষ্টা করে। সে সময় ধাওয়া দিয়ে জোবায়ের ও জয়নাল নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ৩৪ জন রোহিঙ্গাকে পাচারকারীদের কবল থেকে উদ্ধার করা হয়। গতকাল সোমবার এই অভিযান নিয়ে প্রেস ব্রিফিং করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

এতে অতিরিক্ত পুলিশ সুুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান বলেন, উদ্ধারকৃত রোহিঙ্গাদের মধ্যে ১৬ শিশু, ১০ নারী ও ৮ পুরুষ রয়েছেন। শিশুদের বয়স ১ থেকে ৫ বছরের মধ্যে। তারা উখিয়া ও টেকনাফের ক্যাম্পের বাসিন্দা। তাঁদের আমেরিকার নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ক্যাম্প থেকে বের করে পাচারকারীরা। চেক পোস্টের নজরদারি এড়িয়ে তাদের আনা হয় কক্সবাজার শহরে। কিন্তু শেষ রক্ষা হয়নি।

প্রেস ব্রিফিংয়ে সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আটক দুই দালালের বিরুদ্ধে মানব পাচারের মামলা করা হয়েছে। রোহিঙ্গাদের উখিয়ার আশ্রয়শিবিরে ফেরত পাঠানো হবে। আশ্রয়শিবির থেকে রোহিঙ্গাদের বিভিন্ন যানবাহনে করে কারা কক্সবাজার শহরে নিয়ে এসেছে—তাঁদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button