sliderস্থানীয়

তৃতীয় লিঙ্গের সাথে টেকেরঘাট পুলিশ ইনচার্জ এর মতবিনিময় 

আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধ : আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে তৃতীয় লিঙ্গের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা করেছেন এসআই সজীব দেব রায়।

তাহিরপুর থানাধীন ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবে রয়েছেন তিনি। শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ক্যাম্প কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় যেকোনো ধরনের অপ্রীতিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানালে চৌকস পুলিশ কর্মকর্তার আহ্বানে সায় দেন তৃতীয় লিঙ্গের নেতৃবৃন্দরা।

দেশের পর্যটন খাতের অন্যতম স্থান ট্যাকেরঘাট শহীদ সিরাজ লেক সহ উল্লেখযোগ্য বিভিন্ন স্পটে অনন্য ভূমিকা রাখার জন্য তৃতীয় লিঙ্গের নেতৃবৃন্দ প্রতিশ্রুতি বদ্ধ হন।

গত ২১ সেপ্টেম্বর এই ক্যাম্পের দায়িত্বভার বুঝে নেন এসআই সজীব দেব রায়। ২১ অক্টোবর এক মাস পূর্তি উপলক্ষে তৃতীয় লিঙ্গের নেতৃবৃন্দের সাথে মানবিক এ সভা হয়। এর আগে ১৯ অক্টোবর মধ্যরাতে মানসিক ভারসাম্যহীন এক নারীকে বস্ত্র পরিধান করিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন এই কর্মকর্তা।

উপজেলার শ্রীপুর বাজারে জুয়া-মাদক অভিযান পরিচালনা শেষে ফেরার পথে মানসিক এই ভারসাম্যহীন নারীর সামনে পড়েন এই কর্মকর্তা। তাৎক্ষণিক নতুন বস্ত্র ক্রয় করে তাকে পড়িয়ে দেন। এমন দৃশ্যটি দেখে উপস্থিত জনতা অঘোষিতভাবে ওই কর্মকর্তাকে মানবিকতার আলো হিসেবে আখ্যা দিয়েছেন।

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনায় তৃতীয় লিঙ্গের সমতা প্রতিষ্ঠা লক্ষ্যে উপস্থিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা দিয়ে আর্থিক অনুদান প্রদান করেন চৌকস এই পুলিশ কর্মকর্তা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, তাহিরপুর থানার এসআই আহমেদুল আরেফিন, বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাহুয়া আক্তার স্বর্নালী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক রাজু আহমেদ রমজান, তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু জাহান তালুকদার, ভাটি বাংলার প্রখ্যাত বাউল আবুল কালাম সহ তৃতীয় লিঙ্গের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Back to top button