শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: ঢাকায় চলমান এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শান্তিপূর্ন কর্মসূচীতে শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শি্ক্ষকদের মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রবিবার সকালে শহরের বিশ্বরোড মোড় এলাকায় এ কর্মসূচীতে, জেলার ৫ উপজেলার এমপিওভুক্ত সকল কলেজের শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধন থেকে ঢাকায় শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের তীব্র নিন্দা জানান।
এসময় শিক্ষকরা, সরকারের কাছে ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসাভাতা ও ৭৫ শতাংশ উৎসবভাতার প্রদানের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন, জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সভাপতি ওবাইদুর রহমান,সাধারণ সম্পাদক বাবলু আখতারসহ অনান্যরা।
শিক্ষকরা বলেন, “আমরা শ্রেনীকক্ষে ফিরে যেতে চাই, রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করা শিক্ষকদের কাজ নয়, সরকার শিক্ষকদের সামাজিক মর্যাদার কথা বিবেচনায় নিয়ে দ্রুত দাবি মেনে নিবেন এটুকুই চাওয়া শিক্ষক সামাজের”।




