sliderস্থানীয়

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

নাটোর প্রতিনিধি : মোটরসাইকেল করে বন্ধু আবিরকে বাড়িতে পৌঁছে দেয়া হলো না মননের। ট্রাকের চাকা পিষ্ট হয়ে মৃত্যু হল দুই বন্ধুর। ঘটনাটি নাটোরের ড়াইগ্রাম উপজেলার গড়মাটিতে। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে নাটোর পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহ দুই বন্ধুর মৃত্যু হয়। নিহতরা হলেন গড়মাটির ডাবলুর ছেলে মনন (২২) ও রাজাপুর এলাকার আবির (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজাপুর এলাকার আবির বন্ধু মনণের বাড়িতে বেড়াতে আসে গড়মাটি এলাকায়। পরে রাত হয়ে গেলে আবিরকে বাসায় মোটরসাইকেল দিয়ে এগিয়ে দিতে যায় মনন। তারা দু’জনে গড়মাটি থেকে রাজাপুর যাচ্ছিলো। এ সময় বিপরীত থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলিমুল ইসলাম দুই জনের নিহতের সংবাদ নিশ্চিত করেছেন। এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button