খেলা
টেস্ট মর্যাদা পাচ্ছে আফগানিস্তান ও আয়ারল্যান্ড?

বিশ্ব ক্রিকেটে রূপকথার উত্থান আফগানিস্তানের। সেটাই হয়ত পূর্ণতা পেতে চলেছে আগামী বৃহস্পতিবার। সেদিনই টেস্ট খেলিয়ে দেশের স্বীকৃতি পেতে পারে আফগানিস্তান। একইসঙ্গে এই মর্যাদা দেয়া হতে পারে আয়ারল্যান্ডকেও।
গত ফেব্রুয়ারিতে আইসিসি বলেছিল, যদি পূর্ণ সদস্য হওয়ার অন্য শর্তগুলো পূরণ করে, তবে বার্ষিক সম্মেলনে আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে টেস্ট খেলার অনুমতি দেয়া হবে।
সেটা হলে প্রায় দু’দশক পরে টেস্ট খেলিয়ে দেশের সংখ্যা বাড়তে চলেছে। শেষবার বাংলাদেশকে এই মর্যাদা দেয়া হয়েছিল।