sliderশিক্ষাশিরোনাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অপসারণের দাবিতে ধর্মঘট অব্যাহত

দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে সপ্তাহব্যাপী অবরোধ ও সর্বাত্মক ধর্মঘট পালন করেছে দুর্নীতি বিরোধী শিক্ষক শিক্ষার্থীরা। প্রতিদিনের ন্যায় সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারও অবরোধ এবং ধর্মঘট পালন করেছেন তারা। অবরোধের আওতায় দুইটি প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে রাখলেও মাসের শেষ দিনে শিক্ষক সমিতির অনুরোধে অ্যাকাউন্ট সেকশন দুই ঘন্টার জন্য খুলে দেয়া হয়। ধর্মঘটের আওতায় বিভিন্ন অনুষদের সামনে আন্দোলনকারীরা ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানায়। এতে অনেকে সাড়া দিলেও ভিসিপন্থী শিক্ষকদের ক্লাস-পরীক্ষা নিতে দেখা যায়।
এদিকে দুপুর একটায় ত্রিশ গজ দীর্ঘ একটি ক্যানভাসের মাধ্যমে ভিসি ও বিশ্বদ্যিালয় প্রশাসনের দুর্নীতির চিত্র প্রদর্শন করা হয় এবং ক্যানভ্যাসটি নিয়ে পুরো ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি আবার ‘ভিসি অপসারলণ মঞ্চে এসে শেষ হয়।
বিক্ষোভ শেষে আন্দোলকারী খান মুনতাসির আরমান জানান,‘আমরা সপ্তাহব্যাপী সফল আন্দোলন করেছি। সামনের দিকেও আমাদের আন্দোলন চলবে। এককথায় ভিসি পতন পর্যন্ত এ আন্দোলন চলবে।’
অধ্যাপক কামরুল আহসান বলেন,‘অধ্যাপক ফারজানা ইসলাম ভিসির চেয়ার টিকিয়ে রাখার জন্য একের পর এক নাটক মঞ্চায়ন করে যাচ্ছেন। আন্দোলনকারীদের ওপর সহকারী প্রক্টর দিয়ে হামলা করে আবার সেই সহকারী প্রক্টর মহিবুর শৈবালকে হাসপাতালে পাঠিয়েছেন। তাদের এ নাটক দেখে মানুষ হাসছে। তিনিও ভিসি বিরোধী আন্দোলনের সময় হাসপাতালে ভর্তি হয়ে সহানুভূতির চেষ্টা করেছিলেন যা সবার মনে আছে।’
তিনি আরো বলেন,‘আমাদের দুর্নীতি বিরোধী আন্দোলন অবিরতভাবে চলবে। শুক্রবার ও শনিবারে যেসব বিভাগে সান্ধ্যকালীন(ইভেনিং)কোর্স চালু আছে তা প্রতিহত করা হবে। আমরা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কমুক্ত করতে সকল প্রকার ভয়ড়র উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাবো।’
এদিকে বুধবার আন্দোলনকারী নেতার ওপর সহকারী প্রক্টর মহিবুর শৈবালের হামলার ঘটনার পর সেই সহকারী প্রক্টরের ওপর আবার কথিত শিবির হামলা করেছে বলে দাবি করে ভিসিপন্থীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটায় মানববন্ধন করে ভিসিপন্থী ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’এর সভাপতি আব্দুল মান্নান চৌধুরী বলেন,‘বুধবার পুরাতন কলা ভবনে প্রবেশ নিয়ে আন্দোলনকারীদের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে মহিবুর রৌফ শৈবালের উপর অতর্কিত হামলা করেছে আন্দোলনকারীরা। আমরা হামলাকরীদের দৃষ্টান্তমূলক বিচার চাই এবং ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ তৈরীর জন্য সকলের প্রতি আহ্বান জানাই। এদিকে মহিবুর শৈবালের ওপর হামলার বিষয়কে সাজানো, বানানো ‘ব্লেমগেম’বলে দাবি করেন আন্দোলনকারীরা।

Related Articles

Leave a Reply

Back to top button